নিচেরশর্তগুলো
www.katibdesign.comথেকে ডিজাইন ফাইল বা ডিজিটাল পণ্য কিনতে এবং ব্যবহার করতে প্রযোজ্য। আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করার মাধ্যমে এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
১. পণ্য সম্পর্কিত তথ্য
আপনি যেসব ডিজাইন ফাইল কিনছেন, সেগুলো সম্পূর্ণ ডিজিটাল এবং ইনস্ট্যান্ট ডাউনলোডযোগ্য।
ফাইল ফরম্যাট: AI, PSD, PNG (Adobe Illustrator ও Photoshop)
আপনি ক্রয়ের পরপরই ডাউনলোড লিংক পাবেন আপনার প্রদত্ত ইমেইলে।
২. ব্যবহার এবং লাইসেন্স
এই ফাইলগুলো আপনি ব্যক্তিগত বা ক্লায়েন্ট প্রজেক্টে ব্যবহার করতে পারবেন।
কিন্তু ফাইলগুলো পুনরায় বিক্রি, রি-ডিস্ট্রিবিউশন বা অন্যদের সঙ্গে বিনামূল্যে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কোনো ফাইলের মাধ্যমে অবৈধ বা ক্ষতিকর কার্যকলাপ সম্পাদন আইনত দণ্ডনীয়।
৩. পেমেন্ট ও রিফান্ড
আমরা বিকাশ, নগদ, কার্ড বা অন্যান্য অনলাইন পেমেন্ট মাধ্যমে লেনদেন গ্রহণ করি।
যেহেতু এটি একটি ডিজিটাল পণ্য, তাই অর্ডার একবার কনফার্ম হলে সাধারণত রিফান্ড দেওয়া হয় না।
তবে ফাইল ত্রুটিপূর্ণ, খোলা যাচ্ছে না, বা লিংকে সমস্যা থাকলে ৩ দিনের মধ্যে আমাদেরকে জানালে আমরা প্রয়োজনীয় সহায়তা ও রিফান্ড বিবেচনা করব।
৪. যোগাযোগ ও সাপোর্ট
যেকোনো সমস্যা বা জিজ্ঞাসায় আমাদের সঙ্গে যোগাযোগ করুনঃ হেল্পলাইন: 01773442069 (Only WhatsApp)
ইমেইল: designkatib@gmail.com
৫. কপিরাইট ও মালিকানা
এই ডিজাইন কাতিব মিডিয়ার সর্বস্বত্ব ও কপিরাইট সংরক্ষিত।
আমাদের অনুমতি ছাড়া কোনো ফাইলের কোনো অংশও কপি, বিক্রি, হোস্টিং বা রি-ব্র্যান্ডিং করা যাবে না।
৬. শর্তাবলীর পরিবর্তন
প্রয়োজন অনুযায়ী আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারি।
পরিবর্তন হলে এই পেইজেই হালনাগাদ করা হবে এবং তাৎক্ষণিকভাবে প্রযোজ্য হবে।
সম্মতির নিশ্চয়তা
আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার প্রদান ও ফাইল ডাউনলোড করার মাধ্যমে আপনি উপরের সব শর্তে সম্মতি প্রদান করছেন।
আপনার আন্তরিক সহযোগিতা ও সম্মানের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ।
প্রতিটি ডিজাইনে টেক্সট, শেইপ ও ভেক্টরসহ সব উপাদান সম্পূর্ণ এডিটেবল রাখা হয়েছে, যাতে আপনি নিজের মতো করে সহজেই কাস্টমাইজ করতে পারেন। ডিজাইনগুলোতে ব্যবহার করা হয়েছে ফ্রি ও প্রিমিয়াম মানের ফটোশপ টেমপ্লেট, যা ফোল্ডারে অন্তর্ভুক্ত রয়েছে।
রংমহল টাওয়ার, বন্দর বাজার, সিলেট
01773442069
designkatib@gmail.com
Designed & Developed by Infinity Flame Soft | Copyright © 2025